খাদিজা আক্তার ভাবনাঃ
স্টার ক্লাউডের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিকেলে,মুক্তিযোদ্ধা আশরাফ আহমেদ এর আঙ্গিনায় এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আতিকুজ্জামান সোহেল।
চৌধুরী টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খবরেরপাতার বার্তা সম্পাদক ইমামুল হাসান হাসান স্বপন, সমাজ সেবক নাজমুল হাসান মিঠু, রুহুল আমিন স্বপন, ক্রিড়া সংগঠক জাবেদ হোসেন, মোজ্জামেল হাসান মুজাহিদ,
পবিত্র কোরান তালাওয়াতের মাধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তন করতে হলে সমাজকর্মীদের ঐক্য প্রয়োজন। আর যতো ব্যস্ততাই আসুক নিয়মিত একত্রে বসার ব্যবস্থা করতে হবে। তাঁরা গত ত্রিশ বছর ধারাবাহিক ভাবে সংগঠন পরিচালনার জন্য কর্মকর্তাদের অভিনন্দন জানান।
এবং সকল সহযোগীতার আশ্বাস দেন,এর আগে সকাল সাড়ে দশটায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসুচির শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়েজ আহমেদ ইরান, মোঃ পিন্টু, মোঃ রিন্টু,জীবন, মাসুদ রানা, রাসেল হায়দার, মোঃ স্বাধীন, ফাহিম চৌধুরী,ফারুক, শাকিল,
ফারাবী হাসান,নাদিম,রমজান, রবিন,বিপ্লব, আবু সাইদ, ভোলা প্রমুখ।
আগামীতে সমাজ সেবার বিভিন্ন কর্মসুচি ঘোষনা করা হয়, এর মধ্যে মহান স্বাধীনতা দিবসে দুইশ মানুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে। স্কচিপের সাথে যৌথ উদ্যোগে কর্মসুচিটি সম্পন্ন হবে। এ ছাড়াও শেখ রাসেলপার্কের পাড় গুলো স্বেচ্ছাশ্রমে পরিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়।