সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের কমিটি নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পূর্বের অনুমোদিত লিটন আহম্মদ ও হাবিবুর রহমান’র কমিটির বাহিরে অন্য কোন কমিটি নাই। যদি কেউ কোন পদ-পদবী দাবী বা ব্যবহার করেন বা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করলে নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম আইনগত ব্যবস্থা গ্রহণ করিবেন।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম উল্লেখ করেন- বিগত কয়েকদিন যাবৎ ফেইসবুক ও স্থানীয় পত্রিকায় নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের আওতাধীন সিদ্ধিরগঞ্জ তাঁতী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারিত হচ্ছে।

এ বিষয়ে মহানগর তাঁতীলীগের বক্তব্য হচ্ছে যে, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের অধিনস্থ থানা বা ওয়ার্ড কমিটি দেওয়ার পূর্বে স্বচ্ছ নেতৃত্বের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের সদস্যদের মতামতে সিদ্ধান্ত গ্রহণ পূর্বক যেকোন কমিটি অনুমোদন দেওয়া হয়। মহানগর সর্ব সম্মত সিদ্ধান্তে ৫২ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করা হয়। মোঃ লিটন আহম্মেদ, পিতা মৃত আব্দুর রব ও হাবিবুর রহমান, পিতা মৃত আব্দুল মজিদকে আহবায়ক ও সদস্য সচিব করা হয়।

অত্র কমিটির অনুলিপি মোতাবেক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়। যাহার প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগ থানা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করা ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের বিভিন্ন কর্মসূচীতে মহানগর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অথিতি হিসেবে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করেছেন।

এছাড়াও বিগত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বাংলাদেশ তাঁতী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলীর নেতৃত্বে কেন্দ্রী নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগ আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *