নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) তাকে শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত করেন। রবিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবে বাসাজ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে গুণিজনদের পুরস্কৃত করা হয়। কাউন্সিলর রুহুল আমিন দেশের বাহিরে থাকায় তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করে কাউন্সিলরের সচিব সাইফুল ইসলাম। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কাউন্সিলরের সচিবের হাতে পুরষ্কারটি তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর ৫ আসনের সাংসদ মো. মোজাফফর হোসেন, টাঙ্গাইল ২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির, সাংসদ শবনম জাহান শিলা, কুষ্টিয়ার ভেড়ামাড়া পৌরসভার মেয়র মো. আনোয়ারুল কবিরসহ আরো অনেকে।
এদিকে সাংবাদিক সংগঠন বাসাজ থেকে রুহুল আমিনকে শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন তার ওয়ার্ডবাসীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলরের সচিব সাইফুল ইসলাম। তিনি আরো জানান, এর আগে নারায়ণগঞ্জ সমিতির পক্ষ থেকেও রুহুল আমিনকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরষ্কৃত করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে ৮নং ওয়ার্ডে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে কাউন্সিলর রুহুলের। তার এই কাউন্সিলর থাকাকালীন সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন তিনি করেন। তার নির্বাচিত এলাকার অলি গলিসহ সব যায়গায় এখন পাকা সড়ক। রাত হলেই এলইডি বাতিতে ঝলমল করে পুরো ওয়ার্ড। এমনকি তার নেতৃত্বে ওয়ার্ডের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে গড়ে উঠেছে মধুর সম্পর্ক। ওয়ার্ডবাসীর প্রত্যাশা রুহুল আমি আগামীতেও কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। সকল ভালোকাজের সাথে থাকবে।
