আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ফুল পবিত্রতার প্রতীক। বিভিন্ন প্রতিষ্ঠানে ফুলের বাগান দেখলে আমার মনে হয় আমরাও তো এমন একটি ফুলের বাগান আমাদের বিদ্যালয়ে করতে পারি। কিন্তু প্রত্যেক কাজের কিছু সীমাবদ্ধতা থাকে। প্রতিষ্ঠানের সবাই মিলে একই সিদ্ধান্তে আসা খুবই কঠিন। একটি ফুলের বাগান তৈরি করতে হলে শুধু ফুলের চারা লাগালেই হবে না। ফুলের চারা লাগানোর চেয়ে কঠিন কাজ হলো সেগুলো রক্ষা করা। আমি মনেপ্রাণে চাইতাম আমাদের বিদ্যালয়ে সুন্দর একটি ফুলের বাগান হোক এবং সেখানে অনেক রকম ফুল ফুটুক। ফুলের মৌ মৌ গন্ধ যেন চারিদিকে ছরিয়ে পড়ে। কথাগুলো বলছিলেনন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ফরিদপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ধীরেন্দ্র নাথ।
শুধু কথা নয় নিজ উদ্যোগের বাস্তবায়ন করতে তিনি স্কুলের অন্যান্য শিক্ষকদের সহযোগীতায় এবং রাণীশংকৈল সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাকের অনুপ্রেরণায় সোমবার সকালে (২৭জানুয়ারি) বিদ্যালয়ের প্রাঙ্গণে নেলি টগর জুই, গোলাপ, জবা, সহ বিভিন্ন ফুলের চারাগাছ রোপণ করেন।
প্রতিষ্ঠানের অর্থায়নে ফুলের বাগানের মাটি ভরাট, গোবর সার প্রয়োগ, বাগানের বেড়া তৈরির সমস্ত ব্যাবস্থা করে দেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ধীরেন্দ্র নাথ।
এসময় ওই বিদ্যালয়ের জমিদাতা মো. মোখলেসুর রহমান স্কুল কমিটির অন্যতম সদস্য মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি সৈয়দ সাজিউর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, আশারাখি আগামী কয়েক বছর পর প্রত্যেকটি গাছ প্রতিষ্ঠানটিকে সৌন্দর্যের দিক দিয়ে এক অনন্য মাত্রায় নিয়ে যাবে।
এরআগে ১৬ বছর যাবৎ দুই দু’বার জাতীয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানবিক শিক্ষক বিজয় রায়ের আলোকে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষায় আলোকিত করেছি।
বর্তমানে যদি এই এলাকার অভিভাবক তাদের প্রাথমিক শিক্ষার উপযোগী শিশুদের বিদ্যালয়ে ভর্তি করান তাহলে তাদের শতভাগ প্রাথমিক শিক্ষার ভিত্তি তৈরিতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।