বন্দর প্রতিনিধি:
বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, মাদক র্নিমূলে পুলিশ পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা। যেখানে মাদক ব্যবসা হবে সেখানেই প্রতিবাদ করতে হবে। মাদক হলো সমাজের একটি ব্যাধি।

ইসলামের দৃষ্টিতে মাদককে হারাম ঘোষনা করেছে। তাহলে কেন আমরা হারামকে গ্রহন করব। আমাদের সন্তানদের ভাল রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন মাদক ব্যবসায়ীদের কোন আশ্রয় দিব না। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় পশ্রয় দিবে তাদেরকে কোন ছাড় দিব না। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া যুব সমাজের উদ্যোগে মাদক নিমর্ূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। ঘারমোড়া পাকা জুম্মা জামে মসজিদের সভাপতি মোঃ আলমাছ মিয়ার সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান।

মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, দক্ষিন ঘারমোড়া আয়েশা জামে মসজিদের সভাপতি ও সমাজ সেবক মোঃ সালাউদ্দিন দেওয়ান ও পাকা জুম্মা জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী মোঃ আশেক মাহমুদ । মাদক বিরোধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন আনিছ উদ্দিন লিখন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকতার্ মোঃ সেলিম, সমাজ সেবক রাজা মিয়া চর-ঘারমোড়া এলাকার সেবক মিলন ও সিজারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *