নিজস্ব সংবাদদাতা:
২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে মাহবুবুর রহমান’র নেতৃত্বে কয়েক শতাধিক নেতা-কর্মী এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর পূর্বে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মীবৃন্দ নগরীর মিশনপাড়া জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিশাল র্যালী নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান তিনি।