বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা, বেনাপোল ও চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বাষট্টি হাজার পাঁচশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যান আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার ১৯ মার্চ  বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল রঘুনাথপুর এবং আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যান আটক করে। আটককৃত মালামালের মূল্য ৬২,৫০০/-(বাষট্টি হাজার পাঁচশত)টাকা।

 এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *