আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুর তিনটা ১৫ মিনিটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তাঁকে হাজির করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, পৌর শহরের হাজীপাড়া নিবাসী রিপন বাবু নামে এক ব্যক্তি ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। রমেশ চন্দ্র সেনকে সেই মামলার আসামি করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া সেনপাড়ার
রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম

এবিষয়ে স্ত্রী অঞ্জলি রানী সেন জানান,
রাতে রমেশ সেন খাওয়া সেরে ওষুধ খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন বাড়িতে এসে তার খোঁজ করে।

আট-দশজন তাঁর শয়নকক্ষে ঢুকে তাদের সঙ্গে তাঁকে যেতে বাধ্য করে। এ সময় বাড়ির বেশ কয়েকজনের মোবাইল ফোনসেট জব্দ করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানায় তারা। অঞ্জলি বলেন, বাড়িতে তিনটি গাড়িতে করে তারা এসেছিল।

তারা সাদা পোশাকে ছিল। এতে ধারণা করা হয়, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লোকজন রমেশ চন্দ্রকে নিয়ে গেছে। রমেশ চন্দ্রকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে—এ ব্যাপারে তাঁকে নিয়ে যাওয়া ব্যক্তিরা কিছু জানায়নি। এ ব্যাপারে জানতে রাতেই রুহিয়া থানায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কেউ রিসিভ করেনি।

অঞ্জলি রানী জানান, তাঁর স্বামী অসুস্থ। সময়মতো ওষুধ না খেলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *