বন্দর প্রতিনিধি
বন্দরে শাহীমসজিদ খালপাড় ও নুরবাগ এলাকার সন্ত্রাসী গ্রুপের মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে শাহীমসজিদ পঞ্চায়েত ও দোকান কমিটির নেতৃবৃন্দ। শনিবার বাদ আছর শাহী জামে মসজিদে সাংবাদিদের ডেকে নিয়ে এ প্রতিবাদ সভা করেন তারা।

প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন,বন্দর শাহীমসজিদ খালপাড় ও নুরবাগ এলাকার সন্ত্রাসী গ্রুপের মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ১৮জুন রাতে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। যার ফলে বন্দর সুলতানী আমলের শাহীমসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মসজিদের অবকাঠামো ভাঙ্গচুর,টাইলস এর ব্যাপক ক্ষতি,ক্যাশ বাক্স ভাঙ্গার চেষ্টা করা হয়।

পরবর্তীতে ১৯জুন সন্ধ্যার পর পূণরায় নুরবাগ এলাকার সন্ত্রাসীরা শাহীমসজিদ এলাকার দোকান ও বাড়িঘরে দেশীয় অস্ত্র দিয়ে ভাঙ্গচুর ও ব্যাপক ক্ষতি করে। এছাড়াও সন্ত্রাসীদের হামলায় স্থানীয় বসতঘর ও দোকানপাট এবং নিরিহ লোকদেও কুপিয়ে জখমসহ ব্যাপক ভাবে ভাঙ্গচুর ও লুটতরাজ হয়। পরবর্তীতে ২০জুন রাতে পঞ্চায়েত কমিটির সদস্যদের উপস্থিতিতে বন্দর থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামী করে একটি অভিযোগ দায়ের করি।

এ অবস্থায় শাহীমসজিদ এলাকাবাসী সন্ত্রাসী গ্রুপের উৎপাতে জনজীবন ও জান মালের নিরাপত্তাহীনতায় ভূগছে। এই অবস্থা থেকে পরিত্রান পেতে আমরা উভয় গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ড রোধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *