মোঃ বিল্লাল হোসেন:
বন্দরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ ভোরে তোপধ্বনির মাধ্যমে কর্মসুচি শুরু হয়।

এরপর নারায়নগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পরে বন্দর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বন্দর প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, উপদেষ্টা কবির হোসেন আতাউর রহমান সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিকেলে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ‍যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়।

বন্দরউপজেলা নির্বাহী অফিসার এমএ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, সহকারী কমিশনার(ভুমি) মণিষা রাণী কর্মকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *