বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গিয়াসউদ্দিন মডেল মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নিত হওয়ায় দোয়া ও আনন্দর‌্যালী করেছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তপক্ষ। বৃহস্পতিবার বন্দর আমিন আবাসিক এলাকাস্থ প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে দোয়া ও মোনাজাত শেষে এ র‌্যালীটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে গিয়াসউদ্দিন চৌধুরী মডেল মাধ্যমিক স্কুলটি উচ্চ মাধ্যমিকে উন্নিত হওয়ার লক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন চৌধুরী অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,গিয়াসউদ্দিন চৌধুরী মডেল স্কুলটি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে স্কুল পর্যায়ের শিক্ষা কার্যক্রম করে যাচ্ছে। চলতি বছরই এটি মানবিক,বিজ্ঞান,ও ব্যবসা বিভাগ নিয়ে কলেজে উন্নিত হয়। এ বছরই বীরমুক্তিযোদ্ধার সন্তান,হতদরিদ্র ও মেধাবীদের বিশেষ সুবিধাসহ নিজস্ব কম্পিউটার ল্যাব নিয়ে সরকারি বিধি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় র‌্যালীতে অংশ নেন বীরমুক্তিযোদ্ধা আশরাফ খান,প্রতিষ্ঠানটির পরিচালক তথা প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন চৌধুরী,প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণ শংকর চক্রবর্তী,সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন চৌধুরী,শিক্ষক মো. হানিফ, মুফতি হুসাইন,মোহাম্মদ আল আমিন মো. তানজিন,শারমিন সুলতানা শিলা, আঞ্জুম, সিথী ইমা সরকার, নিপা রানী জান্নাতুল ফেরদৌস,নাজমা আক্তার, কনিকা আক্তার ,নাহরিন সারোয়ার জ্যোতি,রুমা আক্তার ,প্রার্থনা সূত্র ধর ,মো: জাহাঙ্গীর আলম,তিথি রানী, রিনা বর্মন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *