মুসলিমুর রহমান পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে প্রত্যন্ত পল্লীর সংখ্যা লঘু গ্রামে মাদক বিরোধী একটি ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার নারায়নপুর গ্রামে শুক্রবার রাত আটটার দিকে ভবেশ বাবুর খুলিয়ানে সমগ্র নারী পুরুষ শিশু কিশোর একত্রিত হয়ে গন্যমান্যদের সংগে নিয়ে গ্রামের মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেয়।এর আগে তারা রমেশ বাবুর সভাপতিত্বে একটি আলোচনা সভা করেন।

এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজগর আলী, বীর মুক্তিযোদ্ধা তরনীকান্ত রায়,বিজিত চেয়ারম্যান শামসুর রহমান কনু,মহিলা ইউপি সদস্য কার্তিকিণী রায়,সাবেক ইউপি সদস্য ননীগোপাল ও যুব সংঘের জীবন চন্দ্র রায়।বক্তারা বলেন সম্প্রতি গ্রামের কতিপয় বিপদগামী লোক গ্রামটিতে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছে।ফলে কমল মতি ছেলেমেয়েরা ঝুঁকির মধ্যে পড়েছে।ইতোমধ্যে কিছু যুবক সেবন শুরু করেছে। দিনরাত বাহিরের অচেনা লোকজনের সমাগম হচ্ছে গ্রামে। বাড়ী চুরি হচ্ছে প্রতিরাত।

বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায় জানান,দুষ্কৃতকারী গ্রামীন দলটি শহরের মাদক সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে ইয়াবা গাজা ফেনসিডিল নিয়ে আসছে এবং বিক্রি করছে। অতুল চন্দ্র রায় জানান, আমাদের জন্মস্হান নারায়নপু গ্রামটি এখন মাদক সম্রাটদের যেন অভয়ারণ্যে পরিনত হয়েছে। মানব বন্ধন চলাকালে যুব সংঘের নেতৃত্বে যুবকরা মাদকবিরোধী নানা শ্লোগান দিয়ে অনতি বিলম্বে অপরাধীদের গ্রেতারের দাবি জানান।

সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, ইতোমধ্যে আমরা নাম উল্লেখ করে পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। চলমান ইউপি মহিলা সদস্য কার্তিকীনি রায় বলেন,আমরা সামাজিক আন্দোলনের অংশ হিসেবেই এই প্রতিবাদে অংশ নিয়েছি । নারায়নপুর গ্রামকে মাদকমুক্ত করেই ছাড়ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *