নিজস্ব প্রতিবেদন
নৃত্য প্রয়োজনীয় পন্যের এর দাম উর্দগতি হওয়ায় চাপ বেড়েছ টিসিভি পন্যের উপর দিসে হাঁড়া সাধারণ মানুষ।

বৃহস্পতিবার ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডে টিসিভি পন্য নিতে আশা মানুষের ভিড় ছিল অগণিত হতাশা আর ক্লান্ত মনে সামান্য কিছু টাকা আয়ের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে নিয়েছেন দুই কেজি ডাল, দুই লিটার তৈল ও পাঁচ কেজি চাউল।

শুরুতে সারিবদ্ধ ভাবে নারী ও পুরুষ দুটি লাইন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে টিসিভি পন্য সামগ্রিক নিতে আশা মানুষের উপচে পরা ভিড়
যা একটি সময় হয়ে যায় এলোমেলো পরিবেশ এতে করে টিসিভির ডিলার দের খেতে হয় হিমশিম।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে টিসিভি পন্য সামগ্রিক বিতরণের জন্য ওয়ার্ড টি দুই ভাগে ভাগ করে শুধু মাত্র ওয়ার্ডের এনায়েতনগর, পশ্চিম এনায়েতনগর, দক্ষিণ এনায়েতনগর , পরুনো আইলপাড়া ও নতুন আইলপাড়া, এলাকার জন্য বৃহস্পতিবার এনায়েতনগর সমাজ কল্যাণ সংলগ্নে টিসিভি পন্য বিতরণ করার কথা ছিল, পরে আরেকটি সময় নির্ধারন করে ওয়ার্ডের বাকি এলাকা গুলো দেওয়া হতো ।

কিন্তু মাসের শেষ সময় ও নৃত্য প্রয়োজনীয় মালামাল এর দাম উর্দগতি হওয়ায় কেউ কোনো এলাকার কথা চিন্তা না করে পুরো ওয়ার্ডে টিসিভি কার্ড পাওয়া মানুষ গুলো ছুটে আসছে টিসিভি পন্য বিতরণ একটি স্থানে যার কারণে তৈরি হয় একটি এলোমেলো পরিবেশ।

এতে করে নিজেদের মধ্যে জড়িয়ে পড়ে বিতর্ক ও হাতাহাতি। পরে কিছু সময়ের জন্য টিসিভি পন্য বিতরণ বন্ধ করে ডিলার ও স্থানীয়দের সহায়তায় পুনরায় বিতরণ কার্জকর শুরু করা হয়।

টিসিভি পন্য নিতে আশা একাধিক জন জানিয়েছেন আমাগো মাত্র মাসে একবার কইরা টিসিভির পন্য সামগ্রি বিতরণ করে তাই যেদিন এই চাইল, ডাইল, তেল দেয় ঐ দিন বেশি মানুষের ঝামেলা হয়, আমরা চাই প্রতি মাসে যাতে একটা কার্ডে দুইবার কইরা নিতে পারি সরকার হেই ব্যবস্তা করুক।
এদের মধ্যে নারীদের আগমন ছিল সবচেয়ে বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *