স্টাফ রিপোর্টার :এ আর পারভেজ
গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ৩৪’তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল সহ সকল নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের নেতারা নুরুল হক নুর বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম বলে উল্লেখ করেন।

নুরুল হক নুরকে এই প্রজন্মের জনপ্রিয় নেতা উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়া বলেন, বাংলাদেশের ‘তারুণ্যের রাজনীতির আইডল’ নুরুল হক নুর বহুমাত্রিক ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে রাজনীতির নতুন দিশার বর্ণাঢ্য আলোকরশ্মি ছড়িয়ে সমুখে এগিয়ে চলেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ শত ষড়যন্ত্র করেও তার রাজনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারেনি, বরং নিজেদের পতন তারা ডেকে এনেছে।

শত্রুরা যাই বলুক, বাংলাদেশের রাজনৈতিক পরিমন্ডলে এই প্রজন্মের সবচেয়ে মেধাবী, অসামান্য প্রজ্ঞা, কর্মবীরত্ব আর দূরদৃষ্টি সম্পন্ন একজন নেতার নাম নুরুল হক নুর। যা তিনি ইতোমধ্যে তার কর্মের মাধ্যমে প্রমাণ করতে পেরেছেন তিনি বাংলাদেশের একজন খাঁটি দেশ প্রেমিক। যিনি পিছিয়ে পড়া মানুষের ভাগ্য বদলের এবং আগামীর স্বনির্ভর উন্নত বাংলাদেশের দার্শনিক। একটি মানবিক বাংলাদেশ যার স্বপ্ন।

নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল বলেন, আপামর দেশপ্রেমিক গনঅধিকার পরিষদের এক কাঙ্খিত আশা যে, তারুণ্যের গৌরবময় অহংকার নুরুল হক নুর অচিরেই মানবিক বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবেন। আর তার নেতৃত্বেই এদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ পাবে। আমরা বিশ্বাস করি, যেদিন তিনি এই ঘোর অমানিশা থেকে জাতিকে উদ্ধার করবেন।

সেদিন জনতার হর্ষধ্বনিতে মুখরিত হবে টেকনাফ থেকে তেতুলিয়া। মানুষের ভালোবাসায় আর পুষ্পবৃষ্টিতে ভাসবে গোটাদেশ। সেই ভালোবাসা আর পুষ্পবৃষ্টির মুষলধারায় সকল অমানিশা কেটে বাংলাদেশের আকাশে গণতন্ত্রের উজ্জল উপস্থিতি আলোকিত করবে দশদিক।

আগামীদিনের রাষ্ট্রনায়ক হবার অমিত সম্ভাবনা যার মধ্যে বিরাজমান।এ বিশ্বাস বুকে নিয়ে আজো অপেক্ষায় রয়েছে গোটা দেশ ও জাতি এবং গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। তিনি অদম্য স্বপ্ন দেখেন এদেশকে নিয়ে; দেশের মানুষকে নিয়ে। তার চিন্তা, তার স্বপ্ন, তার সংগ্রাম সবই এদেশের মাটি আর মানুষের কল্যাণে নিবেদিত।

উল্লেখ নুরুল হক নুর ১৯৯১ সালে পটুয়াখালী জেলা(বরিশাল) গলাচিপা উপজেলার, চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন।তিনি হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ।বর্তমানে তিনি গণঅধিকার পরিষদ (জিওপি)এর সভাপতি এবং ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক।

২০১৮ সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন।তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।তিনি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের অন্যতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *