খাদিজা আক্তার ভাবনাঃ
গত ১২ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পরে স্থান, লালপুর পৌষার পুকুরপাড়, ফতুল্লা,নারায়ণগঞ্জ, ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং,
তারা সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে
দ্বিতীয় তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত করেছেন।

জুম্মার নামাজের পরে তারা
৮০ জন শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার কেক ও বিজয়ী তিনজন ছাত্র কে জুব্বার কাপড় প্রদান করেন।

তারপর বিভিন্ন ব্যক্তি ও গ্রুপকে সম্মাননা স্মারক প্রদান করে।

নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব এর পক্ষে উপস্থিত ছিলেন,, আল মামুন প্রিয়ন বাবুল হোসেন,,, ও মোজাম্মেল
বি,এফ,সি গ্রুপের এডমিন,, মোনায়েম আহমেদ,,
ইসলাম দ্যা রিলিজিয়ন অফ পিস এর পক্ষে রফিকুল ইসলাম রফিক
নিউ রেইন গ্রুপের এডমিন মির রাসেল সহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ,,অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নাজমুল আলম শুভ(এডমিন), মাহাবুব উল্লাহ,

(সিনিয়র এডমিন)মুহাম্মাদ আলি (সিনিয়র এডমিন),ই এইচ রনি, সাব্বির আহমেদ,,, নাসির উদ্দীন মিয়াজি,,, খোকন,, মামুন,,,মুকুল আরিফ সহ গ্রুপের এডমিন মডারেটর ও সদস্য বৃন্দ, সম্মাননা প্রদান করা হয়,
সেরা সেবা সংগঠন নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব।

নারায়ণগঞ্জ ফ্রেন্ডস ক্লাব এর পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহন করে আল, মামুন প্রিয়ন,,,, এবং মির রাসেল।

সম্মাননা দেওয়া হয়,
ইসলাম দ্যা রিলিজিয়ন অফ পিস কে
রফিকুল ইসলাম রফিক ইসলাম
_দ্যা_রিলিজিয়ন_অব_পিছ গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন,সুলতান মাহমুদ কে মডারেটর ঘোষণা ও সম্মাননা স্মারক দেওয়া হয়
“নিজে বাঁচো অন্যকে বাঁচাও”
ফেইসবুক গ্রুপ ভালো কাজে ভালোর সাথে এগিয়ে যেতে হবে সকলকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *