মোঃ মোতালেব হোসেন সিংড়া প্রতিনিধি
নাটোরের সিংড়ায় অপচিকিৎসা এবং সিজারের সময় যথাযথ নিয়মনীতি না মানার কারনে সেবা মেডিকেল সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

রবিবার বিকেল ৩ টায় অভিযান চালিয়ে বন্ধ করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সরদার৷ এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমাস।

জানা যায়, ৫ মে উপজেলার উদিশা গ্রামের জাহিদের প্রসূতি স্ত্রীতসলিমা খাতুন (২২) নামে একজনকে অজ্ঞানকারী ডাক্তার এবং এমবিবিএস ডাক্তার ছাড়াই সিজার করা হয়। ঐ সময় রোগীর পরিবার অভিযোগ করেন, সেবা মেডিকেল সেন্টারের পরিচালক হারুন নিজে অপারেশন করান। এর পর থেকে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। রাজশাহী, বগুড়া মেডিকেল কলেজে কয়েকদফায় চিকিৎসায় দু লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমাস বলেন, ঐ ঘটনায় রোগীর পরিবার সিভিল সার্জন বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেন। সিভিল সার্জন মহোদয় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দেন। তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ ক্লিনিক সিলগালা করার নির্দেশনা দেয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *