কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
গতকাল গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট থানার অন্তর্গত চাকদা ও মাগুর পুকুর রোডে জেলা পুলিশের তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করে।
ঘটনার বিবরণ থেকে জানা যায় যে এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত মৎস্য বন্দর ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার থেকে আসা একটি মাছের গাড়িতে করে কোটি টাকার মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে চোরাকারবারিরা। খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিতুন কুমার দে এবং মগরাহাট থানার ওসি পিযূষ মন্ডল ও সার্কেল চীফ অফিসার ইনচার্জ উস্তি থানা ও মগরাহাট থানা রাজু সোনকার এবং অন্যান্য পুলিশ আধিকারিক রা তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করে।
যেটি মাছের গাড়িতে করে আনা হচ্ছিল। ছোট ছোট ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসে মাদকদ্রব্য।যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। গাড়ির চালক পালিয়ে যায়। এবং হেল্পার গ্রেপ্তার করা হয়। এই মাদকদ্রব্য কোথায় থেকে নিয়ে হচ্ছিল ও কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সবটাই জানার চেষ্টা করছে পুলিশ।
তবে এই মাদকদ্রব্য প্রায় আসে উড়িষ্যা র বালেশ্বর ও অন্যান্য পাহাড়ি এলাকা থেকে। এবং নদী পথে, কখনো স্হল পথে দিঘা সৈকত হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে ঘুটিয়াশরিফ ও ক্যানিং সহ অন্যান্য যায়গায় নিয়ে গিয়ে বিক্রি করা হয়। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি তে ধরা পড়ে এই সব মাদকদ্রব্য।।