গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে গতকাল ২৪শে মার্চ-২০২১ সকালে র‍্যালি ও র‍্যালি শেষে বিকেলে আলোচনা সভা এবং জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয়ঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার কাউন্সিল।উক্ত কাউন্সিলে ছাত্রলীগের মোঃ আলমগীর হককে সভাপতি ও আসিফ আহমেদ রেজা সৌরভকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব শামীম। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন জর্জেসুর রহমান খোকা ও খাদেমুল ইসলাম সহ-সভাপতি জেলা জাসদ, মমিনুল হাসান মনি সাধারণ সম্পাদক জেলা জাসদ, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম লিটনসহ অন্যান্য জাসদ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। কাউন্সিল শুরু হবার আগে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন প্রধান বক্তা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব শামীম। কাউন্সিল শেষে জেলা প্রধান প্রধান সড়কগুলোতে একটি বিশাল র‍্যালি বের করে জেলা প্রেসক্লাবে কাউন্সিলের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *