আলিফ হোসেন তানোরঃ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহসভাপতি মনিরুল ইসলাম মনির মেয়র পদে নির্বাচন করতে চাই। মেয়র পদে নৌকা প্রতিকে প্রার্থী হবার
প্রত্যাশা করে মাঠে নেমে প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
জানা গেছে, উপ-নির্বাচনে মেয়র পদে পৌরসভার মধ্যান্চল থেকে তিনিই একমাত্র প্রার্থী হবার দৌড়ে এগিয়ে রয়েছেন। পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, আর্দশিক, সৎ ও নিবেদিতপ্রাণ হিসেবে পৌরবাসীর মধ্যে মনির ও তার পরিবারের একটা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। এসব বিবেচনায় সবাই মনিরকে শক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করছে।

কাউন্সিলর মনির মেয়র পদে প্রার্থী হলে তার বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন পৌরবাসী। এদিকে কাউন্সিলর মনিরের মেয়র পদে প্রার্থী হবার খবরে অনেকের রাঁতের ঘুম হারাম হয়েছে তাকে সবাই শক্ত প্রার্থী বিবেচনা করছে। পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মহিষালবাড়ী মহল্লার বািসন্দা সহীদুল ইসলাম ও সাইদুর রহমান বলেন, মনির ভাই অত্যন্ত সৎ, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও তার বিনয়ী ব্যবহারের কারণে জনপ্রিয়তায় অন্যদের থেকে তাকে অনেক এগিয়ে রেখেছেন। তারা বলেন, কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবার উপ-নির্বাচনে মেয়র পদে তিনি প্রার্থী হলে তার বিজয় প্রায় নিশ্চিত।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলর নির্বাচিত হবার পর শুরুতেই মনির সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী আচরণ ও উন্নয়ন মানসিকতা দিয়ে যে চমক দেখিয়েছেন, তাতে তৃণমুলের মানুষ তার ওপর পরম আস্থাশীল হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *