ওসমান গনি গজারিয়াঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ৩ জেলে কে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২লক্ষ ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ।

গজারিয়া উপজেলা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচিত হয়।

ভ্রাম্যমান আদালতে বিচারকের দাইত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবদুল্লাহ আল মাহফুজ। এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি জিএম রাশেদুল ইসলাম।

এসময় মেঘনা নিষেধাজ্ঞা অমান্য মাছ ধরার অপরাধে লগুরচর গ্রামের হযরত আলীর ছেলে নাইম।
চরবলাকী গ্রামের সংশর আলীর ছেলে আঃ রব,ওই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে ফারুক কে দন্ডবিধি ১৮৬০ ধারায় প্রত্যেকে ১০ দিনের কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদণ্ড প্রধান করেন বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবদুল্লাহ আল মাহফুজ।

এছাড়াও চরবলাকী গ্রামের সুলতানা বেপারীর ছেলে সিরাজ, শাহাবুদ্দিনের ছেলে রেনু মিয়া, লগুরচর গ্রামের নূর মোহাম্মদের ছেলে জিলানী কে দন্ডবিধি ১৮৬০ ধারায় ১০ দিনের কারাদণ্ড ও ১’শ টাকা অর্থদন্ড প্রদান করে বিচারক উপজেলা সহকারী কমিশনার ভুমি জিএম রাশেদুল ইসলাম।

অভিযানে ২ লক্ষ ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়েছে বলে নিশ্চিত করেছে গজারিয়া নৌ পুলিশ ইনচার্জ এজাজ আহমদ বলেন ইলিশ সম্পদ রক্ষায় অভিযান চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা ছিলেন উপজেলা নৌ পুলিশ ও কোস্ট গার্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *