ইন্দ্রজিৎ টিকাদার বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এপ্রিল মাসের সভা ২১ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যেহেতু অর্থবছরের প্রায় শেষ প্রান্তে এসেছি তাই চলমান উন্নয়ন কার্যক্রম গুলোকে তাড়াহুড়ার মাধ্যমে শেষ না করে এর গুণগত মান ঠিক রেখে মানসম্মতভাবে সমাপ্ত করতে যত্নবান হতে হবে।
এস এস সি পরীক্ষা চলমান আছে। পরীক্ষার দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা আন্তরিকতা ও সতর্কতার সাথে দায়িত্বটি পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি আরও বলেন, জলাবদ্ধতার ফলে গত বছরে যে জনদুর্ভোগের স্বীকার হতে হয়েছে তার তুলনায় এ বছর যেন কম দুর্ভোগের কবলে পড়তে হয়, তার জন্য আমরা বিভিন্ন স্থান চিহ্নিত করে সেগুলোকে ড্রেজিং করে পানি নিষ্কাশনের জন্য অধিক গুরুত্বের সাথে কাজ করবো।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনিসুজজামান বলেন, চলমান সময়ে আমরা যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা আমাদের ক্যাপাসিটির মধ্য দিয়ে কাজ করে যাবো।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।