সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া শহরের প্রান কেন্দ্র আর,আর,সি সড়কে জিরো পয়েন্ট এর অপর পাশে, বারো শরিফ দরবার ও ধোয়া রেস্টুরেন্টের পাশে অবস্থিত অবস্থিত আবরার সুপার শপ এর ফিতা ও কেক কেটে গতকাল সোমবার সন্ধ্যায় শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এস,এম মুসতানজিদ।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় মানসম্মত ও গুনগত পন্য নিয়ে সাজানো হয়েছে আবরার সুপার শপ। আবরার সুপার শপ আধুনিক সাজে সজ্জিত ও সময় উপযোগী পন্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক উজ্জল ইসলাম বলেন আমরা সব সময় চেষ্টা করে যাবো কাস্টমার চাহিদা অনুযায়ি পন্য সরবরাহের। ব্যাবসার পাশাপাশি ক্রেতা সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। গুনগুন মান ও দেশি,বিদেশি অরিজিনাল পন্য আবরার সুপার শপের প্রধান পুজি।
আবরার সুপার শপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস,এম মুসতানজিদ সাবেক অধ্যক্ষ কুষ্টিয়া মেডিকেল কলেজ কুষ্টিয়া।
আরো উপস্থিত ছিলেন এম,জেড ইসলাম জাহিদ যুগ্ন সাধারণ সম্পাদক কুষ্টিয়া শহর সেচ্ছাসেবকলীগ।
এছাড়াও ব্যাবসায়ী ও সম্মানিত ব্যাক্তি বর্গ।