আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

মহিদের যুব সমাজ কল্যাণ সমিতির ক্রিয়া প্রকল্পের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে র‍্যালী,মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাঁচগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য হায়দার আলী।
নারী নির্যাতনের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন, ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান,ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি নুরুজ্জামান সরকার, পাঁচগাছি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী রেশমা বেগম, জেলেপাড়া পুরুষ দলের সম্পাদক রিপন মিয়া প্রমুখ।

প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান তার বক্তব্যে, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ সম্পর্কে সকলকে সম্যক ধারণা প্রদান করেন। তিনি আরো বলেন, ১৮ বছরের নিচে কোন মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এবং সরকারের এ সংক্রান্ত আইনসমূহ মেনে চলতে হবে।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ইউপি সদস্যবৃন্দ, ক্লাইমেট একশন গ্রুপের সদস্য, স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরী, যুবদল,ক্রিয়া প্রকল্পের স্টাফ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *