এ,আর মোঃ আল-আমীন ইসলাম।
ডাক পিয়নে চিঠি লইয়া, আইল বাড়ি বাড়ি,
এক চিঠির কথা হুনতে বইল জুয়ান বুড়ী,
কেউ হাসে কথা হুইন্না, কেউ কথায় কান্দে, ছোট বইনডা আশা বান্দে ভাইটা দূর দেশে।
বাবার মনে কষ্ট বাইন্ধা সন্তানের লাইগা কান্দে,
দুঃখ সুখে আউলা মনে দুয়ারে বইয়া নারী ছিঁড়া দুখিনী মা,ডা চোখের জলে ভাসে।