আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার উলিপুরে উলিপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালের তত্বাবধানে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দেশনায় পুরো রমজান জুড়ে এ ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম এ প্রতিনিধিকে জানান।
এদিকে ৪ মার্চ ডিম বিক্রি কার্যক্রম পর্যবেক্ষণ করেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।
অন্যদিকে সুলভ মূল্যে ডিম স্বল্প আয়ের লোকজন বেশ খুব খুশী। রামদাস ধনীরাম এলাকার হাজারী মিয়া অল্প মূল্যে ডিম পেয়ে খুব খুশী। তিনি জানান, বাজারে ১ হালি ডিমের দাম ৪৪ টাকা হামরা এখানে ৩৮ টাকায় পাইলাম।
এভাবে সরকারি মনিটরিং এর মাধ্যমে সব সময় ডিম বিক্রি কার্যক্রম চললে স্বল্প আয়ের লোকজনের প্রোটিনের ঘাটতি পূরণ হতো।