নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেছেন- মানুষের সেবা করতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মানুষের সেবা করতে হলে মানুষকে ভালবাসতে হবে। নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব।

সোমবার (২০ মে) বিকেলে কালির বাজারস্থ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ২য় তলায় সেমিনার কক্ষে এ আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও জেএন নিউজ২৪ ডটকম এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন- মানুষের কল্যাণে কাজ করার জন্য নানা উপায় রয়েছে। তবে সংগঠনের মাধ্যমে সে কাজটি করলে ভালভাবে করা যায়। এজন্য সংগঠনগুলোর অনেক গুরুত্ব রয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. রুমন রেজা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ এম. এ. রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার রুনা লায়লা, রাষ্ট্রীয় স্বর্ণপদক প্রাপ্ত সমবায়ী জামাল উদ্দিন সবুজ, আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহাদাত হোসেন শ্যামল, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শাহীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জুলেখা আক্তার বীনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক নারী নেত্রী শাহনাজ মঞ্জুর রেখা, অর্থ সম্পাদক কাজী মহিউদ্দিন আলিফ প্রমূখ।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহ-সভাপতি নাজির আহমেদ, শেখ মোহাম্মদ শান্ত, কদমরসুল কলেজের প্রভাষক মোঃ আলী ইসমাঈল বিপ্লব, হাফেজ মোঃ মনির হোসেন, হাফেজ মোঃ সেলিম, আজিজুল ইসলাম বাবু, হস্তশিল্প প্রশিক্ষক রুমা খাতুন।

অনুষ্ঠানে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে বিনামূল্যে কম্পিউটার, সেলাই-হস্তশিল্প প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *