বৃষ্টি হয়ে কান্না করে
দূরের ঐ আকাশ।
বোবা কান্নায় শক্ত হয়ে
জমিন বেজায় পাহাড়।
জীবনের এই মায়া জালে
জড়িয়ে ধরে একটি জীবন।
কিছু সময় ভালো লাগে
আঁধার রাতের ভুবন।
সময় অসময়ে থমকে দাঁড়িয়ে
পথ হারিয়ে যাই ভুলে
দীর্ঘ এক নিশ্বাস ছেড়ে
বসতে হয় জমিনে।
একা একা পথ চলে বসতে হয়
কোনো এক গাছের ছায়ায়
সবুজ ঘাসের জমিনে তাকিয়ে
ভাবতে থাকি জমিনত এই
পৃথিবীর মায়ায়।
শুন্য আমি শুন্য জীবন
শুন্য আবেগ মায়া
শুন্য হয়ে চলে যাবো ঠিকই
শুন্য হাতে থাকবে পড়ে সারাটি জীবনের মায়া।
A.R Alamin