নিজস্ব সংবাদদাতা:
হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯ রমজান বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ আসর নগরীর ডিআইটি এলাকার এক কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ও-ই অনুষ্ঠানে ইফতার মাহফিল পূর্ব দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খান’র দ্রুত মুক্তি ও সুস্থতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে ও-ই ইফতার ও দোয়ার মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির হোসেন খান।
হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান গফুর রাজন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সহ হৃদম প্লাজা গ্রে থান কাপড় মালিক সমিতির সকল ব্যবসায়ীরা।