আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে নয়নকে (৩৫) গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাতে কুড়িগ্রাম সদর থানায় হেফাজতে নেয়া হয়। জানা যায়, সাদ্দাম হোসেন আশিক হত্যা মামলা, টেন্ডারবাজি সহ একাধিক মামলার আসামি। তিনি অনেকদিন ধরেই পলাতক ছিলেন।