মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তারাব পৌরসভার বরাব এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তারাবো পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসেনরর সভাপতিত্বে ও সহ সভাপতি সেলিম মাহসুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জনাব আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা দক্ষিনের সেক্রেটারী আনিছুর রহমান,
তারাব পৌরসভা শ্রমিক কল্যাণের সেক্রেটারী বেলায়েত হোসেন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , তত্ত্বাবধায়ক ও তারাব পৌর জামায়াতের সেক্রেটারী ডাঃ নাজমুল হক সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে মানবতার মুক্তি ও কল্যাণের জন্য। একটি সূখী সমৃদ্ধ কল্যাণময়, সমাজ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সর্বস্তরের শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক শ্রম ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *