ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনা কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৪ মার্চ শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফার মোড় এলাকায় অভিযান চালিয়ে চোর যশোর জেলার চৌগাছা তার নিবাস এলাকার মৃত মান্দার মন্ডলের পুত্র মিলন (৩৩) এবং খুলনা জেলার আড়ংঘাটা থানার কালীতলা এলাকার আইয়ুব আলীর পুত্র মাকসুদ (৩০)-কে গ্রেফতার করে।
তাদের হেফাজত হতে চুরি হয়ে যাওয়া ১ টি তিন ইঞ্চি সিডি-১৭০ শ্যালো মেশিন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়ংঘাটা থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৩/২০২৫ ইং ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে।