বন্দর প্রতিনিধি:
বন্দরে বসুন্ধরা সিমেন্ট কোম্পনী এজিএম বিল্লাল হোসেনের পদত্যাগ ও খোরাকি ভাতা পূনর্বহালের দাবিতে কর্মবিরতি করেছে উক্ত প্রতিষ্ঠানের শতাধিক গাড়ী চালকরা। সোমবার (৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জস্থ বসুন্ধরা কারখানার সামনে এ কর্মবিরতি করে বিক্ষুব্ধ চালকরা।

কর্মবিরতি কালে বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন,
কারখানা প্রতিষ্ঠালগ্ন থেকে গাড়িচালকরা খোরাকি ভাতা হিসেবে সাড়ে ৩ হাজার টাকা করে পেয়ে আসছিল। অথচ বসুন্ধরা কোম্পনীতে এজিএম হিসেবে বিল্লাল হোসেন যোগদানের পর থেকে উক্ত কোম্পানি চালকদের খোরাকি ভাতা বন্ধ করে দেয়। খোরাকি ভাতা দেওয়া বন্ধ করে দেওয়ার কারনে গাড়ী চালক ও তার পরিবারের সদস্য পবিত্র মাহে রমজানের মধ্যে অনাহারের দিন কাটাচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বসুন্ধরা কোম্পনী উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে গাড়ী চালকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *