বন্দর প্রতিনিধি :
সোনারগাঁয়ে অটো চালক নয়ন(৩০) এর মৃতদেহ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে বন্দর উপজেলা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের নিচে ব্রহ্মপূত্র নদ থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে করা হয়।
নিহত অটো চালক নয়ন সোনারগাঁ উপজেলার বেলপাড়া এলাকার মোক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত হাজী জয়নাল আবেদীনের ছেলে।
এ ব্যাপারে সোনারগাঁও থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বজনরা। বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক শামীম উদ্দিন জানান, গত সোমবার বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে ভাড়া বাসা থেকে বের হন। রাতে সে আর বাড়িতে ফিরেনি। পরবর্তীতে মঙ্গলবার সকালে পথচারিরা ব্রহ্মপুত্র নদে লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নয়নকে অজ্ঞাত স্থানে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দূর্বৃত্তরা। পরে নিহত অটো চালকের মৃতদেহ গুম করার জন্য ব্রহ্মপূত্র নদ ফেলে দেওয়া হয়। নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। সে দীর্ঘ দিন যাবত ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবন যাপন করে আসছিল ।