আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় কোটা বিরোধী আন্দোলনকে স্মরণীয় করে রাখতে আন্দোলনের সময়ের বিভিন্ন দৃশ্য আঁকছে। শুক্রবার থেকে তীব্র রোদ উপেক্ষা করে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন দৃশ্য অংকন করেছে উলিপুর কাচারী পুকুর পাড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান, মুরসালিন, রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী অন্তর, কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষার্থী সুপ্তর নেতৃত্বেৎ দেয়ালে আঁকছে উলিপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া, জনা, হিয়া, ইমরানসহ শতাধিক ছাত্র-ছাত্রী। আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের নিকট তুলে ধরাই এ কর্মসূচির লক্ষ্য। কেউ আর্ট করছে, কেউবা সহযোগিতা করছে। কেউবা তীব্র গরমের আচ থেকে বাঁচাতে ছাতা মেলে ধরছে। তাদের একটাই কথা কোটা বিরোধী আন্দোলনে সফলতার পর দেশকে শোষণ ও বৈষম্য মুক্ত করে সামনে এগিয়ে নিয়ে উন্নত দেশ গড়তে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এভাবে বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতা পাবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *