বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) বিকাল ৩ টার দিকে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন এমপি।

এসময় সভায় শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান,বেনাপোল থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত,শার্শা উপজেলা শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান,শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানসহ শার্শা উপজেলার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শার্শা উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *