মো:জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় ঢাকা সাইবার ক্রাইম (ডিবি) পুলিশ পর্নোগ্রাফি মামলার আসামি ধরতে এসে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ার মত ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে ঢাকা সাইবার ক্রাইম (ডিবি) পুলিশের একটি টিম ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি মামলার আসামি উপজেলার ঐচারচর গ্রামের আব্দুর রাহিম (৩৪) কে গ্রেফতার করে। এসময় আসামির বসতঘর তল্লাশি চালিয়ে একটি দেশীয় রিভালবার পাওয়া যায়। গ্রেফতারকৃত আব্দুর রাহিম ঐচারচর গ্রামের মৃত আব্দুর রব বেপারীর ছেলে।

মামলার এজহার ও পুলিশ সূত্রে জানাযায়, গত ৪/৭/২০২৩ ইং তারিখে এক নারী ঢাকা নিউমার্কেট থানায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করন। ঐমামলায় আব্দুর রাহিমকে আসামি করা হয়। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করার জন্য ঢাকা সাইবার ক্রাইম (ডিবি) পুলিশের একটি টিম তিতাসে আসে।

এসময় ডিবি পুলিশ ও তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস ও এসআই ইমরুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে আসামী আব্দুর রাহিমকে গ্রেফতার করেন। পরে আইনশৃংখলা বাহিনী পর্নোগ্রাফি মামলার আলামত উদ্ধারের জন্য আসামির বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালালে ঘরে থাকা কাঠের ওয়ারড্রবের ড্রয়ার থেকে একটি দেশীয় রিভালবার উদ্ধার করা হয়। এই যেনো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ার মত ঘটনা।

তিতাস থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: নয়ন মিয়া বলেন, পর্নোগ্রাফি মামলার আসামি ধরতে ঢাকা সাইবার ক্রাইম (ডিবি) পুলিশ আমাদের সহযোগিতা চাইলে ওসি কাঞ্চন কান্তি দাসের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতো ঐচারচর গ্রাম থেকে একটি দেশীয় রিভালবারসহ আসামি আব্দুর রাহিম গ্রেফতার করা হয়। এঘটনায় তিতাস থানায় একটি অস্ত্র মামলা রুজু হয়েছে এবং বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামী আব্দুর রাহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *