আরিফ মিয়া রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ডাকাতরা পালানোর চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, সুইচ গিয়ার ও চাকু।এ সময় আরও ৫ থেকে ৬ জন ডাকাত পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার শ্রীনিবাসদী এলাকার লেকত আলীর ছেলে ইয়াসিন (২৪), শালমদী এলাকার হাসান আলীর ছেলে মিলন (২৭) ও গহরদী এলাকার আফাজ উদ্দিন ডাকাতের ছেলে শাহজালাল (৩০)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন ডাকাতির জন্য তারা পরামর্শ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন।তারা দীর্ঘদিন ধরে আড়াইহাজারের বিভিন্ন বাড়িতে, ব্যবসায়ী বা আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোকে টার্গেট করে পরিকল্পিতভাবে ডাকাতি করে আসছিলেন। তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *