তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ওরিয়েন্টেশন সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, ১১ এপ্রিল রোববার উপজেলা পরিষদ হল ঘরে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে উপজেলা পর্যায়ে ইউনিয়ন ও উপজেলা আইন সহায়তা কমিটির সদস্যদের সঙ্গে সংবেদনশীলতা বিষয়ে একদিনের ওরিয়েন্টেশন সভা আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব ও বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।
