বন্দর প্রতিনিধি:
যথা যোগ্য মর্যাদায় বন্দরে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিআরডিবি কর্মকতার্ আবু জাফর, ইন্সট্রাকটর মোসাম্মৎ নাসরিন জাহান পপি, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকতার্ মোঃ গোলাম মাওলা, উপজেলা সহকারি মৎস অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ, সহকারি যুব উন্নয়ন কর্মকতার্ মোঃ জসিম উদ্দিন ভূইয়া প্রমুখ।
প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদল্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বেগম লাকি, কলাগাছিয়া ইউনিয়নের সচিব আব্দুল লতিফ, মদনপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাহিদুর রহমান, ধামগড় ইউনিয়ন পরিষদের সচেব মোঃ হাসানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকতার্রা