ফতুল্লায় অটো রিকশাসহ চালক রাসেল নিখোঁজ
ফতুল্লার থেকে রাসেল (২৩) নামক অটোরিকশা চালক অটো সহ ৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছের। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১টার সময় ফতুল্লা থানার কায়েমপুর এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে বের হয়ে গ্যারেজে যায় সে।
সেখান থেকে জীবিকার উদ্দেশ্যে গাড়িটি নিয়ে বের হয়। বের হওয়ার ৪দিন পেরোলেও কোথাও তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে তার চাচা জিয়াউদ্দিন বাদী হয়ে ১০ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যাহার জি,ডি নং-৬৭৯।
নিখোঁজ রাসেল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বালিগাঁও গ্রামের সালাউদ্দিনের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলায়,ফতুল্লা থানার কায়েমপুরে নজরুল এর বাড়ীর ভাড়াটিয়া।