কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।

আই এস এফ নেতা ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং ফুরফুরা শরীফের পীরজাদারা নওশাদ সিদ্দিকী র গ্রেপ্তার করা ও তার অবিলম্বে মুক্তি র ডাক দিলেন ফুরফুরা শরীফের পীরজাদারা। আজ হুগলি র ডানকুনি মোড়ে হাজার হাজার মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে ফুরফুরা শরীফের পীরজা কাসেম সিদ্দিকী বলেন যে তার প্রিয় ভাই সাহেব পশ্চিম বাংলার বিধান সভার সদস্য নওশাদ সিদ্দিকী কে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃনমূল দলের সরকার মুক্তি না দেয়, তাহলে আগামী দিনে পশ্চিম বাংলার মসনদ থেকে উৎখাত করতে হবে এই সরকার কে।

তিনি বলেন যে বর্তমান সরকার সাধারণ মানুষের প্রতিবাদের কন্ঠরুদ্ধ করতে চাইছেন। এবং বিরোধী দলের নেতা ও কর্মীদের বিরোধী পুলিশের হয়রানি শুরু করে দিয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষের হকের টাকা মেরে দিয়েছে। তাই কালবিলম্ব না করে এই সরকার কে গনতান্ত্রিক প্রকৃয়ার মাধ্যমে তাড়িয়ে দিতে হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদারা এবং পশ্চিম বাংলার আই এস এফ নেতৃত্ব। এই সভায় উপস্থিত জনতার ঢল এতটাই ছিল যে বিভিন্ন রুটে যাওয়ার পরিবহন ব্যবস্থা কিছু ক্ষনের জন্য বন্ধ হয়ে পড়ে। সভার শেষে সকলকেই আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন শুরু করার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *