আলিফ তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) মোহর পুর্বপাড়া গ্রামের নতুন রাস্তা নস্টের পর এবার সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের নতুন রাস্তা নস্ট করা হচ্ছে। এতে গ্রামবাসীর মধ্য তীব্র ক্ষোভ ও চরম অসন্তোস সৃস্টি হয়েছে। এদিকে রাস্তা রক্ষা, অবৈধ ভেঁকু মেশিন জব্দ ও ভেঁকু ঠিকাদার আশরাফুল ইসলামকে আটকের দাবি করেছে।
জানা গেছে, উপজেলার সরনজাই ইউপির সরনজাই গ্রামের আশরাফুল ইসলাম ওরফে ভেঁকু আশরাফুল মোহর পুর্বপাড়া গ্রামে পুকুর পুনঃখনন, মাটি বিক্রি ও কাদামাটি বিভিন্ন এলাকায় পরিবহনের সময় নতুন পাকা রাস্তা নস্ট করে এবার শুকদেবপুর গ্রামে পুকুর খনন ও মাটি বিক্রি করে রাস্তা নস্ট করছে। এছাড়াও নস্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার গ্রামবাসী রাস্তা রক্ষা ও অবৈধ ভেঁকু আটকের দাবিতে পুকুর পাড়ে প্রতিবাদ করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসী শঙ্কিত হয়ে পড়েছে। এবিষয়ে জানতে চাইলে আশরাফুল ইসলাম বলেন,তিনি সকলকে ম্যানেজ করে কাজ করছেন, তাই গ্রামবাসী কি করলো বা বললো সেটা দেখার টাইম নাই।
