তানোর(রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে কৃষি মন্ত্রণালয় ও সেচ নীতিমালা লঙ্ঘন করে ৫ হর্স পাওয়ারের স্থাপন করা অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ এবং কৃষকদের জিম্মি করে সেচ বাণিজ্যর অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে, এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তা বড় অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এদিকে এসব অবৈধ মটরের দৌরাত্ম্য বিএমডিএ সেচ প্রকল্প হুমকির মুখে পড়েছে। এতে কৃষকদের মধ্য চরম উত্তেজনা বিরাজ করছে।অবৈধ মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা না হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছে। জানা গেছে,, তানোর পৌর এলাকার কালনা মৌজার সুকানদিঘী পুকুর পাড়ে বেলপুকুর গ্রামের মৃত বুগড়া মাস্টারের পুত্র শফিকুল ইসলাম অবৈধ ভাবে ৫ হর্স পাওয়ারের মটর স্থাপন করেছে।এদিকে পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তা বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে ওই অবৈধ মটরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এবিষয়ে জানতে চাইলে তানোর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা (এজিএম) রেজাউল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা মিলেছে। তিনি বলেন, তাদের সেচ দেয়া বন্ধ করার পাশাপাশি আগামি ৩ দিনের মধ্য দেড় হর্স পাওয়ারের মটর স্থাপন করতে বলা হয়েছে, ব্যতিক্রম হলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এবিষয়ে শফিকুল ইসলাম বলেন, মাছ চাষ ও বাগানে পানি দেবার জন্য তিনি ওই মটর স্থাপন করেছেন। তবে মটর স্থাপনে অনুমতি নিয়েছেন কি না সেই প্রশ্নের কোনো সদোত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন।
