আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কু‌ড়িগ্রাম সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বদলির আদেশ বা‌তিল করে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদফতর (মাউ‌শি)। তার দূর্নীতির ব্যাপারে মাউশি থেকে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) মাউ‌শির সহকারী প‌রিচালক (মাধ্যমিক-২) দূর্গা রানী শিকদার স্বাক্ষ‌রিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এ‌দিকে, পৃথক এক‌ পত্রে প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে ওঠা দুর্নী‌তি, অ‌নিয়ম ও অপকর্মের অ‌ভিযোগ তদন্তের সিদ্ধান্ত জা‌নিয়েছে মাউ‌শি। অ‌ধিদফতরের একজন উপপ‌রিচালক ও একজন সহকারী প‌রিচালকের সমন্বয়ে দুই সদস্য বি‌শিষ্ট তদন্ত ক‌মি‌টি করেছে মাউ‌শি। ক‌মি‌টিকে সরেজ‌মিন তদন্ত করে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন দা‌খিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্প‌তিবার প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে শ্বশুর বাড়ি এলাকা লালম‌নিরহাটে বদ‌লির আদেশ দেয় মাউ‌শি। তবে এমন বদ‌লিকে ‘পুরস্কার’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। তারা দা‌বি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চা‌লিয়ে যাওয়ার ঘোষণা দেয়। শিক্ষার্থীদের এ অনড় অবস্থানের মুখে ওই সিদ্ধান্ত বদলালো মাউ‌শি।প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী আচরণ এবং দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে অপসারণ ও চাকরিচ্যুতির দাবিতে আন্দোলনে নামে স্কুলটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূ‌চি, সড়ক অবরোধসহ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা রুখসানা পারভীনকে বরখাস্ত করে তার বিরুদ্ধে ওঠা অ‌ভিযোগের তদন্তের দা‌বি জানায়। শিক্ষার্থীদের দা‌বির এ বিষয়গুলো মন্ত্রণালয়কে লি‌খিতভাবে জানায় জেলা প্রশাসন। উদ্ভূত প‌রি‌স্থিতিতে প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে ওএস‌ডি করাসহ তার বিরুদ্ধে ওঠা অ‌ভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয় মাউ‌শি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *