আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠাকুরগাঁওয়ের উদ্যোগে প্রায় সাড়ে ৪ লাখ টাকার অর্থ অনুদান সংগ্রহ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ করেছেন।

বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীরা এই অর্থ সংগ্রহ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উদ্যোগে কেউ কেউ নগদ অর্থ দিয়েও শামিল হয়েছেন। বুথে বসা শিক্ষার্থীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন।

শিক্ষাথীরা বলেন, বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি
সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ঠাকুরগাঁও থেকে ৪ লক্ষ ৪০হাজার ৫শ টাকা টাকা সংগ্রহ করা হয়। আজ (বুধবার ) ইসলামী ব্যাকের মাধ্যমে আস-সুন্নাহ-ফাউন্ডেশনের একাউন্টের মাধ্যমে ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।

ইসফাক আহমেদ তনয় বলেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বর্তমানে কোন ফান্ড কালেক্ট করা হবেনা। কেউ যদি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জেলা পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করছে। আমরা বিষয়গুলো নিয়ে তদন্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *