আনোয়ার হোসেন আকাশ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে “৫ টাকার হাট” এ তিন শত সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর ) সকালে ১১ টায় শহরের পৌর কমিউনিটি সেন্টারে বিদ্যানন্দ ফাইন্ডেশনের আয়োজনে এসব অসহায় দুস্থ মানুষদের মাঝে পণ্য দ্রব প্রদান করা হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ এর সভাপতিত্বে ৫ টাকার হাটের উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া।

এসময় ৫ টাকায় মুরগী, ৫ টাকায় মাছ, ১ টাকায় ১ কেজি চাল, ৪ টাকায় ১ লিটার সয়াবিন তেল, চিনি, ডাল, লবন, নুডুলস, বিস্কুট, আলু, লাউ সহ প্রায় ১৫-২০ প্রকার পণ্য বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা মানুষদের মাঝে এসব প্রদান করেন।

৫ টাকার হাট থেকে বাজার করতে পেরে শহরের খাল পাড়ার বাসিন্দা মর্জিনা বলেন, ‘বর্তমানে জিনিস পত্রের যে দাম তাতে একসাথে এতগুলো বাজার এর আগে কখনো ক্রয় করতে পারিনি । ১০ টাকায় এতো গুলো বাজার দিবে আমি আগে কল্পনাও করিনি। যারা মাত্র কয়েক টাকার বিনিময়ে অনেক বাজার দিল আল্লাহ তাদের মঙ্গল করুক।,

জমিরণ বেওয়া নামে এক গৃহবধূ বলেন, ‘আজকে ১০ টাকায় অনেক বাজার পেয়েছি। জিনিস পত্রের দাম বেড়ে যাওয়ায় মেয়ে জামাইকে ভালো মন্দ খাওয়াতে পারি না। তাই মেয়ে- জামাইকে মোবাইল করে বাসায় আসার দাওয়াত দিবো।,

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুখ আহমেদ বলেন, ‘করোনার সময় থেকে আমাদের এই ৫ টাকার হাট উদ্যোগটি শুরু হয়। আমাদের এখানে যে প্রতিকি দাম রাখা হয়েছে তা ১ টাকা থেকে শুরু করে ৫ টাকা পর্যন্ত। দরিদ্র মানুষ এখানে মোট ১০ টাকার বাজার করতে পারে। বর্তমানে দেশের প্রতিটি জেলায় আমরা এই আয়োজন করছি। বিত্তবানরা এগিয়ে আসলে এই আয়োজন আরও বাড়িয়ে অনেক মানুষকে সহায়তা করা সম্ভব হবে।,

প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া বলেন, ‘বর্তমান বাজারে দ্রর্বমূল্যোর উদ্ধর্গতিতে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তাদের এই বাজারের কারণে আজকে অনেক অসহায় মানুষ উপকৃত হবে। তারা ভালো মন্দ খেতে করতে পারবেন।,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *