দীর্ঘ এক মাস গ্রুপ পর্যায়ে দেশের জাতীয় খেলা কাবাডির ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন “লাল বাংলাদেশে” নামের ছোট্র বাচ্চাদের দেয়া নামের দলটি।এই দলে শুভ,রিমন,নাইম,দীপ অংশ গ্রহন করেন অপর দিকে নারার্সআপ দলে নাম ছিলো “রয়েল কাবাডি”
তারা ছিলেন রবিউল,লামিদ,জুনায়েদ,সিফাত।
এছাড়াও অন্য দলগুলোতে ,যেমন “অন সর্ট” দলে ছিলেন,রেদওয়ান,শুভ২,রিফাত,বিল্লাল।এবং “টাইগার গেম” দলে ছিলেন,তুষার,জিয়াদ,রাকিব,সাগর।
“হট সর্ট” দলে যারা ছিলেন তারা হলেন,শাকিল,ফেরদৌস, আরিয়ান,জোবায়ের।
এক্সট্রা ছিলেন,ওমর আলি,এবং আরফিন।
এই সকল শিশুকিশোর মন থেকে ধীরে ধীরে হারিয়ে যাওয়া দেশের জাতীয় খেলা কাবাডি হাডুডু পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ গ্রহন করা হয়,এবং সকলকেই পুরস্কার দেয়া হয়। উক্ত খেলায় আজকের পুরস্কারের প্রধান অতিথি ছিলেন জনাব কাজী আমির হোসেন এবং বাচ্চাদের হাতে পুরস্কার হিসেবে খাতা কলম এবং ট্রফি তুলে দেন অত্র সমাজের সমাজ সেবক জনাব আঃ কাদির মোল্লা এবং ড.কামরুজ্জামান বুলেট কবি সিরাজ।
খেলাধুলা ও পুরস্কার পেয়ে বাচ্চাদের আনন্দের এক মুহমুহ পরিবেশ সৃস্টি হয় সেখানে।উক্ত খেলার আয়োজন করেন কবি সিরাজ।
