কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বপ্নের ফুলবাড়ী স্বেচ্ছাসেবী সমাজিক সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ থেকে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসময় বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। এছাড়াও কর্মসূচিতে রক্ত দানের প্রয়োজনীয় ও গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের রক্ত দানে উদ্বুদ্ধ করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত দানে উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বপ্নের ফুলবাড়ী স্বেচ্ছাসেবী সমাজিক সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মাসুদ, সহ-সভাপতি লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক, মোঃ সেলিম আহম্মেদ, প্রচার প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিনসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য বৃৃৃন্দ ।