সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
কর্ম ব্যস্তার মধ্যে নিজেদের মন ও শারীরিক সুস্থতার প্রয়োজনে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি ব্যবসায়ী দের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৪ জুন সকাল ৮ ঘটিকায় নাসিক ৮নং ওয়ার্ড দুই নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠে মহসিন ভুইঁয়া একাদশ বনাম মুন্না একাদশ প্রীতি ফুটবল খেলা আয়োজন করা হয়েছে।
ওক্ত খেলাটি নব্বই মিনিট সময়ের মধ্যে মুন্না একাদশ তিন শুন্য গোলে বিজয় অর্জন করে মহসিন ভুইঁয়া একাদশ কে পরাজিত করে, এই প্রীতি ফুটবল খেলায় রেফারী হিসেবে পরিচালনায় ছিলেন সাবেক জাতীয় ফুটবলার মোঃ মোস্তফা, আরো উপস্থিত ছিলেন চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও মহসিন ভুইঁয়া একাদশ প্রীতি ফুটবল টিমের অধিনায়ক মোঃ মহসিন ভুইঁয়া, চৌধুরী বাড়ি এআর কমপ্লেক্স এর সত্তা অধিকারী ও নজরুল প্লাজার মুন্না একাদশ প্রীতি ফুটবল টিমের অধিনায়ক মোঃ মুন্না।
খেলায় অংশগ্রহণ করেছেন মুন্না একাদশ চ্যাম্পিয়ন অধিনায়ক মোঃ মুন্না, ঘড়ি রাসেল, ফ্যাশন মাসুদ, মোবাইল ইলিয়াস, স্বর্ণকার শাহিন, সাজ ঘড় আকবর, প্লে জামান,ইলেকট্রনিক সুমন,ইলেকট্রনিক আকাশ,টেইলার্স মেহেদী, রুপালী সাইফুল, বস্র সাকিল,টেইলার্স ছাত্তর,
মহসিন ভুইঁয়া একাদশ রানারআপ অধিনায়ক মোঃ মহসিন ভুইঁয়া, মোঃ রনি, সোহেল ভুইঁয়া, সাইফুল (১), সেতু , সাইফুল (২), মোঃ হানিফ, জাহিদ, সাগর, নাজমুল, মিজান সাংবাদিক প্রমুখ।