নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অবস্থিত টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর মাঠ রক্ষার দাবিতে (৩ এপ্রিল)রোজ বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ পাঠানটুলী টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ওই স্কুলের ছাত্র-ছাত্রীর, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
এর আগে (৩১ই মে) সকাল ১২টায় ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ ও এলাকাবাসী লিখিত স্মারকলিপি দিয়েছিলেন এই টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ বরাবর, (২রা জুন) স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র কাছে।
বর্তমান সরকার দেশের কারিগরি শিক্ষাকে আরও বিকশিত করার লক্ষ্যে প্রকৌশল অধিদপ্তর কর্তৃক দেশের ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমী ও ওয়ার্কশপ ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার কাজ হাতে নেয়।
তার এই অংশ হিসেবে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ (ভোকেশনাল) এর উন্মুক্ত খোলা মাঠে ৫তলা ভবন নির্মাণ কা্জ করতে গেলে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর নজরে পড়ে। তারা ক্ষোভ প্রকাশ করেন, তাদের মতে এই স্কুলে অনেক পরিত্যক্ত জমি রয়েছে যেখানে ভবন নির্মাণ করা সম্ভব।
মানববন্ধনে দাবিগুলো তুলে ধরে আমরা মাঠ রক্ষার্থে বিভিন্ন দপ্তরে যে আবেদন ও মাননীয় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা অচিরেই বৃহত্তর আন্দোলন করতে প্রস্তত রয়েছি। আমাদের দাবি খেলার মাঠ।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোকেশনাল খেলার মাঠ রক্ষায় সম্মিলিত ছাত্র-অভিভাবকবৃন্দের মুখপাত্র গোলাম মোস্তফা সাচ্ এর সঞ্চালনায় এবং অত্র এলাকার পঞ্চায়তের প্রধান্ ইসমাইল মাদবরের সভাপতিত্বে আন্দোলনে সমর্থন জানিয়ে সংহতি বক্তব্য রাখেন রুপালী তারার মেলার কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি জেসমিন আক্তার, নতুন আইলপাড়া সমাজ কল্যান এর সভাপতি মাহাতার হোসেন, মসজিদ কমিটির সভাপতি আবু মুসা, সোনালী অতীত এর সভাপতি খেলোয়ার মোতালেব হোসেন, সমাজ সেবক ও নাট্য ব্যক্তিত্ত্ব মোঃ শাহজাহান, খেলোয়ার সোহেল রানা, মোঃ ইসমাঈল হোসেন তারিফ, আবু সাঈদ, জাহিদুল ইসলাম শুভ, পনি, আমিনুল ইসলাম রকি, সোহান, হাসান, শান্ত, লিমন, ফাহিম সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *